মুরাদনগরে বনভোজনের টাকা দিয়ে দরিদ্রদের খাবার দিলেন পাঁচ শিক্ষার্থী

লামিয়া আক্তার হিরামনিঃ মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কাজী সাইয়ামাতুন, ইসরাত জাহান পুতুল, নুসরাত জাহান ইলমা, সাদিয়া ইসলাম সুমি ও জুবেদা আক্তার মিলে বনভোজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব ও লকডাউনের কারনে পাঁচ বান্ধবির যাওয়া হলোনা বনভোজনে। আর সেই জমানো টাকা দিয়ে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শতাধীক দরিদ্রর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সামনের দরিদ্র পথচারীদের মাঝে রান্না করা খাবার, পানি, মার্ক্স ও নগদ অর্থ বিতরণ করে পাঁচ বান্ধবি।

পাঁচ শিক্ষার্থী জানান, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা জমিয়ে একত্রিত করে আবারো তারা এ কাজে মাঠে নামার ঘোষনা দিয়ে বলেন, বাংলাদেশে বিত্তশালী বা ধনীর সংখ্যা একেবারে কম না। বিত্তশালীরা এগিয়ে আসলে অভাবী মানুষদের এ রকম করুণ অবস্থা হবার কথা নয়। আমাদের আহŸান থাকবে, শুধুই সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেরাই এগিয়ে আসুন। অসহায়দের পাশে দাঁড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *