আজ রাতে ‘ঘরে বসে আয়নাবাজি’
‘আয়নাবাজি’ চলচ্চিত্র, আয়নাবাজি অরিজিনাল সিরিজের পর করোনাকালে প্রচারিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে প্রথম আলোর ফেসবুক পেজে দেখা যাবে ঘরে বসে নির্মিত সচেতনতামূলক এ ধারাবাহিক।
‘আয়নাবাজি’ ছবির চরিত্ররা এখনো রয়ে গেছে মানুষের মননে। করোনা–সংকটে আবার তারা মানুষের সামনে হাজির হচ্ছে সচেতনতার বার্তা নিয়ে। দেখা যাবে আয়না, হৃদি ও সাংবাদিক সাবেরকে। ঘরে বসে নির্মাতা ও কলাকুশলীরা নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্যের এ ওয়েব সিরিজ। সিরিজের নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়া। প্রযোজনা করেছেন জিয়াউদ্দিন আদিল।