এমন ক্যাম্পাস কেউ দেখেনি আগে

Spread the love

কোনো উৎসবের ছুটি নয়, আন্দোলন-অবরোধ নয়, নয় পরীক্ষা শেষের ঢিলেঢালা দিন, তবু করোনাভাইরাসের প্রকোপে ফাঁকা হয়ে গেছে দেশের সব বিশ্ববিদ্যালয়। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এ সময় ক্যাম্পাসগুলো জমজমাট থাকার কথা ছিল। রাস্তায় ছেলেমেয়েদের ঝাঁক, আড্ডা, হুল্লোড়, ক্যানটিনে কথার ফুলঝুরি—এমনটাই তো বিশ্ববিদ্যালয়ের চেনা চিত্র। এখন ফুলঝুরি তো নেই-ই, বরং ফুল ঝরে পড়ে আছে ফাঁকা রাস্তায়। ঈদ, রমজান কিংবা অন্য কোনো উপলক্ষে হওয়া দীর্ঘ ছুটিতেও আমাদের দেশের ক্যাম্পাসগুলো এ রকম খালি থাকে না, বরং আশপাশের এলাকার মানুষ দল বেঁধে ঘুরতে চলে আসে। এখন দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পা রাখলে আপনার মনে পড়ে যাবে হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটকের নাম—কোথাও কেউ নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *