এমন ক্যাম্পাস কেউ দেখেনি আগে
কোনো উৎসবের ছুটি নয়, আন্দোলন-অবরোধ নয়, নয় পরীক্ষা শেষের ঢিলেঢালা দিন, তবু করোনাভাইরাসের প্রকোপে ফাঁকা হয়ে গেছে দেশের সব বিশ্ববিদ্যালয়। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এ সময় ক্যাম্পাসগুলো জমজমাট থাকার কথা ছিল। রাস্তায় ছেলেমেয়েদের ঝাঁক, আড্ডা, হুল্লোড়, ক্যানটিনে কথার ফুলঝুরি—এমনটাই তো বিশ্ববিদ্যালয়ের চেনা চিত্র। এখন ফুলঝুরি তো নেই-ই, বরং ফুল ঝরে পড়ে আছে ফাঁকা রাস্তায়। ঈদ, রমজান কিংবা অন্য কোনো উপলক্ষে হওয়া দীর্ঘ ছুটিতেও আমাদের দেশের ক্যাম্পাসগুলো এ রকম খালি থাকে না, বরং আশপাশের এলাকার মানুষ দল বেঁধে ঘুরতে চলে আসে। এখন দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পা রাখলে আপনার মনে পড়ে যাবে হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটকের নাম—কোথাও কেউ নেই।