সদরঘাট থানার ওসিসহ ১৩ পুলিশ আক্রান্ত চট্টগ্রামে একদিনেই রেকর্ড ৯৫ জনের করোনা পজিটিভ
চট্টগ্রাম প্রতিবেদকঃ চট্টগ্রামে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানসহ একদিনেই রেকর্ড ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (১৩ মে) ফৌজদারহাটের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি (সিভাসু) এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। আজ রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে পজিটিভ হয় ৩৮টি। চট্টগ্রাম মহানগরীতে ৩৩ জন ও উপজেলাগুলোতে পাঁচজন পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নগরীর ৪২ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার তিনজন। এর আগে সন্ধ্যায় সিভাসুর ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০টি পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২ জন রয়েছে। এ নিয়ে বুধবার একদিনেই চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে রেকর্ড ৯৫ জন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, সদরঘাট থানার ওসিসহ আজ একদিনেই ১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।