ঈদগাহে এবার ঈদের জামায়াত হবে না
প্রাণঘা’তী ক’রোনাভা’ইরাস ম’হামা’রীর কার’ণে এবার ঈদের জামায়াত পড়ার বিষয়ে নির্দে’শনা দিয়েছে সরকার।বৃহস্পতিবার এ বিষয়ে বেশ কিছু গুরু’ত্বপূ’র্ণ বিষয় নির্দে’শনা দিয়ে জরু’রি বিজ্ঞ’প্তি জা’রি করেছে ধর্মমন্ত্রণালয়। নির্দেশ’নাগুলো কেউ অমা’ন্য করলে স্থানীয় প্রশা’সন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্র’ণকা’রী বাহি’নী সংশ্লি’ষ্ট দায়িত্বশী’লদের বি’রুদ্ধে আই’ন’গ’ত ব্যবস্থা গ্র’হণ করবে বলে বিজ্ঞ’প্তিতে উল্লেখ করা হয়।
উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষ’রিত নি’র্দেশ’নায় বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমো’দনক্র’মে জনস্বা’র্থে এ বিজ্ঞ’প্তি জা’রি করা হলো।
নির্দে’শনায় উ’ল্লেখ করা হয়, ইসলামী শরীয়তে ঈদগাহ বা খোলা জায়’গায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত আ’দায়ের ব্যাপারে উৎ’সা’হিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করো’নাভা’ইরাস পরি’স্থি’তিজ’নিত ওজ’রের কা’রণে মুসল্লিদের জীবন ঝুঁ’কি বিবে’চনা করে এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের না’মাজের জামায়াত নিকটস্থ মসজিদে আ’দায় করার জন্য অনুরো’ধ করা হলো। প্রয়ো’জনে একই মসজিদে একাধিক জামায়াত অনুষ্ঠিত হবে।
বি’জ্ঞপ্তিতে আরও উল্লে’খ করা হয়, সারা দেশে বন্ধ ঘো’ষণা ও জ’নস’মা’গম নিষে’ধা’জ্ঞা জা’রি করা হয়। সম্প্রতি সরকার সা’র্বিক বি’বেচ’নায় কিছু কিছু ক্ষে’ত্রে ব’ন্ধ ঘো’ষণার নি’ষেধা’জ্ঞা শিথিল করেছে।
এ সময় দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামাগ’ণও পবিত্র রমজানুল মোবারক মাসের গু’রুত্ব বিবে’চনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শি’থিল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব’রা’বর দা’বি পে’শ করেন। তার পরি’প্রে’ক্ষি’তে গত ৭ মে থেকে কিছু নির্দে’শনা পা’লনের শর্তে মসজিদসমূহ সুস্থ মুসল্লিদের উপস্থি’তিতে জামায়াতে নামাজের জন্য অনুম’তি প্রদা’ন করা হয়।
বিজ্ঞ’প্তিতে বলা হয়, ইতিমধ্যে মন্ত্রপরিষদ বিভা’গ থেকে উম্মু’ক্ত স্থানে বড় পরিস’রে ঈদের জামায়াত প’রিহারের নি’র্দেশ’না প্র’দান করে বর্তমানে বিদ্য’মান বি’ধি বি’ধান অনু’যায়ী ঈদের জামায়াত আয়ো’জন সংক্রা’ন্ত নির্দেশ’না প্রদা’ন করেছে।
তার ধারা’বাহি’কতায় জনস্বাস্থ্য বি’বেচ’নায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জা’রিকৃত নির্দে’শাব’লি অনুস’রণ করে বিশেষ সত’র্কতামূ’লক বিষয়া’দি অ’নুসরণপূ’র্বক নিম্নবর্ণি’ত শ’র্ত’সা’পেক্ষে এবারের পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত আ’দায়ের জন্য অনুরো’ধ করা হলো:’
ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছা’নো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবা’নুনা’শক দ্বা’রা পরি’স্কার করতে হবে। মুসল্লীগণ প্রত্যে’কে নিজ নিজ দা’য়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন;করো’নাভা’ইরাস সংক্রম’ণ রো’ধ নি’শ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রা’খতে হবে।মসজিদের প্রবেশদ্বা’রে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধো’য়ার ব্যবস্থাসহ সাবান-পানি রা’খতে হবে।
প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধু’তে হবে।ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংর’ক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
ঈদের নামাজ আদায়ের সময় কা’তারে দাঁ’ড়ানোর ক্ষে’ত্রে সামাজিক দূ’রত্ব ও স্বাস্থ্যবি’ধি অনুস’রণ করে দাঁ’ড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর কা’তার করতে হবে।
শিশু, বয়োবৃ’দ্ধ, যে কোন অসু’স্থ্য ব্য’ক্তি এবং অসু’স্থদের সে’বায় নিয়োজিত ব্য’ক্তি ঈদের নামাজের জামায়াতে অংশগ্র’হণ করতে পা’রবেন না। স’র্বসাধা’রণের সুর’ক্ষা নি’শ্চিত করতে স্বাস্থ্যসে’বা বিভা’গ, স্থানী’য় প্রশা’সন এবং আইন শৃ’ঙ্খলা নি’য়ন্ত্রণকা’রী বাহি’নীর নির্দে’শনা অবশ্যই অনুস’রণ করতে হবে।
এছা’ড়া মসজিদে জামায়াত শে’ষে কো’লাকু’লি এবং পরস্পর হাত মে’লানো প’রিহার করতে হবে। বি’জ্ঞপ্তিতে ক’রোনাভা’ইরাস ম’হামা’রী থেকে র’ক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ শে’ষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরো’ধ করা হয়।