কসবায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসা প্রতিষ্ঠান ও সাতজন মোটরসাইকেল আরোহীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা ।
সজল আহাম্মদ খান। কসবা প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বৃহস্পতিবার ১৪ মে সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন ২০১৮ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার কসবা পুরাতন বাজার ব্যবসায়ী এস এম আজাদ মানিক, মোঃ বাবুল মিয়া, ও মোঃ শাহ আলম করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ২০১৮ অমান্য
করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ১৩ হাজার টাকা এবং সাতজন মোটরসাইকেল আরোহীকে ৩৫০০টাকা জরিমানা করা হয় । তন্মধ্যে ৩ ব্যবসায়ী এস এম আজাদ মানিক৫০০০ টাকা মোঃ বাবুল মিয়া৫০০০ টাকা মোঃ শাহ আলম কে ৩০০০টাকা জরিমানা করা হয়।