যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদের ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ
হালিম সৈকত, কুমিল্লা।।
করোনার প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাতাকান্দি গ্রামের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও তিতাস উপজেলা শাখার প্রভাবশালী যুবলীগ নেতা মোঃ ফয়েজ আহম্মেদ জুয়েলের ব্যক্তিগত অর্থায়নে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, সেমাই,নুডুলস ও দুধ।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী, মজিদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জগতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা নাজমুল হক, বাবুল আহমেদ, সোহেল সরকার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা পরশ সরকার, কাজী বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদ জুয়েল বলেন, ‘করোনার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর অনুপ্রেরণায় ও উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারে পরামর্শে আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এ সময় তিনি অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।