হার্ট-কিডনি-মস্তিস্কেও সংক্রমণ ছড়াতে পারে করোনা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক  :  হাঁচি, কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় । মানুষের ফুসফুস নয় বরং হার্ট, ব্রেন, কিডনি, অন্ত্র এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

দু’টি পৃথক গবেষণায় উঠে এসেছে যে, প্রাণঘাতী এই ভাইরাস ফুসফুস থেকে দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেও ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক সময়ের এই গবেষণা থেকে অনেক নতুন তথ্য উঠে এসেছে যার মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া সম্ভব।

এর ফলে করোনায় আক্রান্ত রোগীদের বিভিন্ন লক্ষণ দেখে তাদের সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব হবে। বেশ কিছু করোনা রোগীর ক্ষেত্রে যেসব বিরল লক্ষণ দেখা দেয় সেসব ক্ষেত্রে নতুন এই গবেষণার মাধ্যমে সমস্যা উদঘাটন করা সহজ হবে।

প্রথম থেকেই কোভিড-১৯ কে শ্বাসযন্ত্রের ভাইরাস হিসেবে উল্লেখ করা হয়েছে যা হাঁচি, কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়।

তবে এই ভাইরাসে আক্রান্ত হলে অনেকের ক্ষেত্রেই ডায়রিয়া এবং অন্যান্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লক্ষণ দেখা যায়।

গবেষকরা এই ভাইরাসে আক্রান্ত রোগীর মলেও ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেছেন। তাই শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *