দেবিদ্বারের করোনা আক্রান্ত একশত

Spread the love


———————————————————————–
নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার দেবিদ্বারের ৫৭ টি রিপোর্ট এসেছে।- এর মধ্যে ২৫ টি পজিটিভ পাওয়া গেছে। পজিটিভদের মধ্যে নবীয়াবাদের ১০ জন, দেবিদ্বার গোমতী আবসিক এলাকায় একই পরিবারের ৫ জন, দেবিদ্বার পৌর এলাকার কাঁচিধারায় স্বামী-স্ত্রী ২ জন, দেবিদ্ধার থানায় ২ জন, বারেরা ১ জন, বড় আলমপুর ১ জন, ফতেহাবাদ ১ জন, বল্লভপুর ১ জন, জীবনপুর ১ জন এবং দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার ১ জন। দেবিদ্বারে মোট পজিটিভ ১০২ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। বাকীদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন ও বাড়িতে হোম আইসোলেশনে আছে ৯১ জন। পর পর দুইবার নেগেটিভ আসায় নবীয়াবাদের গৌরাঙ্গ (৫২) ও লায়লা (২৬) এই দুই জনকে শুক্রবার সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন বলে ডাক্তার জানান। কুমিল্লা জেলায় মোট করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে কুমিল্লা মেডিকেল কলেজে ১, দেবীদ্বারে ১০৩, মুরাদনগরে ৩২, লাকসামে ১৪, চান্দিনায় ১৩, তিতাসে ১১, বরুড়ায় ১০, সিটি কর্পোরেশনে ১৪, দাউদকান্দিতে ১০, বুড়িচংয়ে ৯, মনোহরগঞ্জে ৬, নাঙ্গলকোটে ৪, সদর দক্ষিণে ৩, ব্রাহ্মণপাড়ায় ৫, হোমনায় ৩, আদর্শ সদরে ২, মেঘনায় ২, লালমাইয়ে ৩ ও চৌদ্দগ্রামে ২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *