ধান্যদৌল গ্রামে মু. আবু বকর সিদ্দিকের খাদ্য সামগ্রী বিতরণ

Spread the love


মো. হাবিবুর রহমান : কুমিল্লার ব্রা‏‏হ্মনপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের দরিদ্র, অসহায়, কর্মহীন শ্রমজীবী ও মধ্যবিত্ত ৭৫ পরিবারের মাঝে উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন লাম ইন্টার ন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মু. আবু বকর সিদ্দিক। রোববার বিকেলে ধান্যদৌল কালামুড়িয়া জামে মসজিদ মাঠে দরিদ্র, অসহায়, কর্মহীন শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন ও ১ কেজি ডাল। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আব্দুল বাতেন, আব্দুল ওয়াহাব মাস্টার, ঠিকাদার ফারুক আহম্মেদ, নাছির উদ্দিন ও ফিরোজ মিয়া প্রমুখ।
খাদ্য সামগ্রী হাতে পেয়ে বেশ কয়েকজন কর্মহীন বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার লকডাউন ঘোষণা করায় আমরা কর্মহীন হয়ে পরি। লজ্জায় কারো কাছে আমরা আমাদের সমস্যার কথা বলতে পারি না। কেননা আমরা এরআগে নিজেরাই নিজেদের ভরনপোষন করতে সক্ষম ছিলাম। লাম ইন্টার ন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মু. আবু বকর সিদ্দিক এ দূর্ভোগে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাই আমরা ওনার প্রতি আমরা কৃতজ্ঞ।
লাম ইন্টার ন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মু. আবু বকর সিদ্দিক বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকেই বিপর্যস্ত হয়ে পড়েছেন। সেদিক বিবেচনা করে আজকে দরিদ্র, অসহায়, কর্মহীন শ্রমজীবী ও মধ্যবিত্ত ৭৫ পরিবারের মাঝে উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *