বাঞ্ছারামপুরে ৬শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করলেন রফিকুল ইসলাম আবুল

Spread the love


নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের করোনাভাইরাসে কারনে কর্মহীন হয়ে পড়া ৬শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ চেয়ারে বসিয়ে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রফিকুল ইসলাম আবুল এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। বিত্তবানদের দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এবং নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তার এই উদ্যোগ বলে জানিয়েছেন রফিকুল ইসলাম আবুল,তিনি আরও বলেন বিত্তবানদের হতদরিদ্রদেও পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এবং স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনা ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম পর্রামশে এই খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরন করা হয়েছ্ ে। ফরদাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬০০দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের প্রত্যেককে ৩০০ টাকা করে বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ফরদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা মিন্টু মিয়া, মালেক মিয়াসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *