মুরাদনগর উপজেলা কৃষকলীগ পিপিই, স্যানিটারিজ,মাক্স গ্লাভস হস্তাতরণ করেন মুরাদনগর-বাঙ্গরা যুবলীগ ও সাংবাদিক নেতৃবৃন্দের হাতে

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ মুরাদনগর উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ রুহুল আমিন ও বাঙ্গরা থানা সিনিয়র যুবলীগ আহবায়ক আবদুল্লাহ নজরুলের হাতে হস্তান্তরণ করেন পিপিই ২০টি, স্যানিটারিজ ৫টি,মাক্স ৩০টি, গ্লাভস ২০টি। গতকাল সোমবার দুপুরে কবী নজরুল মিলনায়তনের সামনে এসব সামগ্রী তুলে দেন মুরাদনগর উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাক্কি। এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষকলীগ আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, মুরাদনগর যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা সেচ্ছাসেবকলীগ সদস্য সচিব সেলিম সরকার, বাঙ্গরা বাজার থানা যুবলীগ আহবায়ক আব্দুল্লাহ নজরুল। মুরাদনগর উপজেলা ছাত্রলীগ প্রেসিডেন্ট ফয়সাল আহমেদ নাহিদ।মুরাদনগর উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাক্কি জানান, পিপিই ২০টি, স্যানিটারিজ ৬টি,মাক্স ৫০টি, ২২জোড়া গ্লাভস, ৭জন জন প্রিন্ট ও ইল্রেক্টিক সাংবাদিক, ৩৫জন রাজনৈতিক ব্যক্তিকে মাস্ক ও সেনিটািইজার বিতারন করা হয়েছে।ইতিপূবে মুরাদনগর উপজেলা কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস ও মুরাদনগর অফিসার ইনচাজ(ওসি)একেএম মনজুর আলমকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতারণ করা হয়। মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা যুবলীগ এ দুর্যোগ মূহুর্তে নেতাকর্মীরা করোনায় মৃতদেহ দাফনে এগিয়ে এসেছেন করোনা ভাইরাসে আক্রান্ত নিহত ব্যক্তিকে গোসল, জানাজা, বাঁশ, চাটাই দাফন করে দেই। এপর্যন্ত যুবলীগ নেতারা তিনজন করোনা ভাইরানে আক্রান্ত ব্যক্তিকে দাফন করেছে।তাই খোদ্র পরিসরে তাদেরকে এসব সামগ্রী দিয়ে সহযোগীতা করাছে কৃষকলীগ। তাদের উৎসাহ উদ্দীপনা জুগিয়েছি।মুরাদনগর উপহজলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৩জন ৷ এখানে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে মুরাদনগর উপজেলা প্রশাসন। মুরাদনগর ও বাঙ্গরা থানাকে হটস্পট ঘোষণা করেছে। মুরাদনগর উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ রুহুল আমিন বলেন, সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) নির্দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা এন্তেকাল করেন, তাদেরকে গোসল, জানাযা, বাশ, ধাড়ি, পলিথিন, আগরবাতি, কাফনের কাপড় পরিধান করে দেই। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী টিমের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন। নিজেদের স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে করোনায় মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, লাশ বহনের জন্য খাটিয়া, জানাজার জন্য ইমামসহ মৃতদেহ দাফনে আমাদের যাবতীয় প্রস্তুতি রয়েছে। বাংগরা বাজার থানা অাওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল জানান, করোনা সংক্রমণে কিংবা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনের জন্য বাংগরা বাজার থানা যুবলীগের ১১জন নেতাকর্মীকে নিয়ে এ টিম গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *