হোমনায় কৃষকের ধান কেটে দিলো জাতীয় পার্টি
এমএ কাশেম ভূঁইয়াঃ
কুমিল্লার হোমনা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামিমের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে উজ্জিবিত হয়ে আজ মঙ্গলবার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের কৃষক মো. জাহাঙ্গীর আলমের এক বিঘা জমির ধান কেটে দেন সেচ্ছায়।
এসময় তাকে সহযোগিতা করেন তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন, হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজীব চৌধুরী, সভাপতি, নিলখী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো আলাউদ্দিন, জাতীয় যুব সংহতির সভাপতি মো শফিকুল ইসলামসহ নিলখী কারিগড়ি উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।