আম্পান ঘূর্নিঝড়ের ১০ নং মহাবিপদ সংকেত দেওয়া হাইমচরের জেলা তথ্য অফিসের সর্তকতামূলক প্রচারনা ।

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার ।। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্নিঝড় আম্পান উত্তর-উত্তর পূর্বদিকে অগ্রসর হওয়ায় চাঁদপুর জেলায় ১০ নং মহাবিপদ সংকেত ঘোষনায় চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের নির্দেশে বুধবার সকাল থেকে হাইমচরে জেলা তথ্য অফিসের সর্তকতা মূলক প্রচারনা করেন। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ঝুকিপূর্ন চরঞ্চালের এলাকার জনগনকে নিরাপদ স্থানে (আশ্রয়কেন্দ্রে) ও সর্তকতা থাকার জন্য মাইকিং করা হয়। উপজেলার কাটাখালী, তেলীর মোড়, আমতলী চরভৈরবী নদীর পাড় এলাকায় জেলা তথ্য অফিসের মাইকিং ও সর্তকতা মূলক প্রচারনা করা হয়। এসময় জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক জানান হাইমচরে চরাঞ্চলের মানুষের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে আমরা প্রচারনা অব্যাহত রেখেছি। তবে অব্যশই যাতে সামাজিক দূরত্বে অবস্থান নেন। সেব্যাপারেও প্রচারনায় সর্তকতা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *