চাঁদপুরে ৬ শাতধিক মধ্যবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ভাই-বোন

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার ।। বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় ও মুজিববর্ষ উপলক্ষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছ স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর ছেলে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বারেক উল্লাহ উপম পাটওয়ারী ও তার বোন উম্মে হানী উপা প্রায় ৬ শাতধিক মধ্যবিত্তদের মাঝে এ খাদ্য সয়াহতা প্রদান করেন। ছাত্রলীগ নেতা উপম পাটওয়ারী বলেন, আমার পিতা জেলা পরিষদের চেয়ারম্যানের কর্মতৎপরতায় অনুপ্রাণিত হয়ে ও প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বানে আমরা দুই ভাই-বোন মিলে প্রথমে ৫শ এবং পরে আরো ৬শ’ জনকে খাদ্য সামগ্রী প্রদান করি। এর মধ্যে এম্বুলেন্স চালক, সদর হাসপাতালের কর্মচারী, পত্রিকার হকারসহ অন্যান্যদের মাঝে উপহার স্বরূপ পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তিনি আরো বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়েও এসব ত্রাণ সামগ্রি পৌছে দিয়েছিলাম। আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রলীগের স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের সহযোদ্ধাদের মাঝে মুজিবর্ষ উপলক্ষে ঈদের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *