ফরিদগঞ্জে এক ইউপি চেয়ারম্যান করোনা আক্রান্ত চেয়ারম্যানের বসতবাড়ি ও ইউপি কার্যালয় লক ডাউন

Spread the love

 মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে এক ইউপি চেয়াম্যান সোহেল চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে গত কয়েকদিনে ফরিদগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন। ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে তার চির্কাচাঁদপুর গ্রামের বসত বাড়ি ও তার ইউপি কার্যালয়টি লক ডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০মে (বুধবার) দুপুরে ফরিদগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে আসা ২টি রির্পোটের মধ্যে একটি পজেটিভ আসে। এদের মধ্যে একজন উপজেলার ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের চেয়্যারম্যান মো.সোহেল চৌধুরীর নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী জানান, আজ ২ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে একজনের করোনা পজেটিভ এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, চেয়াম্যান সোহেল চৌধুরীর করোনা রিপোর্ট পজেটিভ আসার সঙ্গে সঙ্গে আমরা উনার বসত বাড়ি ও ইউপি কার্যালয়টি সম্পূর্নভার্বে লকডাউন করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *