মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তাপ্তি চাকমা

Spread the love


আমজাদ সজলঃ হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আবারো মানবিকতার নজীর সৃষ্টি করলেন, ভিক্ষুকদের নিজের কার্যালয়ে ডেকে নিয়ে ঈদ উপহার হিসেবে তাদের হাতে শাড়ি ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। প্রতি শুক্রবার উপজেলা মসজিদে আগত মুসল্লিদের কাছে ভিক্ষা করতে অনেক ফকির জড়ো হন আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের নিচে তেমনি ৩০ জনকে তিনি উপজেলা মিলনায়তনে ডেকে নিয়ে বসিয়ে ঈদ উপহার শাড়ি ও ঈদের জন্য সেমাই,দুধ, চিনি,তেল, খেজুর, পোলাও চাল তাদের হাতে তুলে দেন,তার এই সকল কর্মকাণ্ড তাকে অন্যরকম মর্যাদার আসনে বসিয়েছে হোমনার মানুষের কাছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, মসজিদের মুসল্লিদের কাছে ভিক্ষা করতে এসেছিলেন কয়েকজন ভিক্ষুক তাদের আমি আমার অফিসে ডেকে প্রত্যেককে শাড়ি ও ঈদ সামগ্রী চাল-ডাল, সেমাই ‌তেল সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *