মুরাদনগরে এসএসসি ৯৮ ব্যাচের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

Spread the love


মোঃ হাববিুর রহমানঃ এসএসসি ৯৮ ব্যাচের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে উপজেলা পরিষদ মাঠে ৩০ জন দরিদ্র, অসহায়, কর্মহীন শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ওই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বাকী ৭০ জনের উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁেছ দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি তেল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রভাষক ও সাংবাদিক আজিজুর রহমান রনি, মাহবুবুর রহমান, আজমুল আহসান, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান বাবু, আবুল হাসান জুয়েল ও জাকির হোসেন সরকার প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বর্তমান মহামারি করোনা ভাইরাসের সময়কালে সরকারের পাশাপাশি যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলকে অভিনন্দন। যারা এখনো এগিয়ে আসেননি তাদেরকে মানবিক হয়ে এগিয়ে আসার অনুরোধ করছি। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যতদিন করোনা ভাইরাস আমাদের মধ্যে থাকে, ততদিন স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ নির্দেশ মেনে চলতে হবে। সর্বোপরি সৃষ্টি কর্তার কাছে প্রার্থণা করতে হবে তিনি যেন আমাদেরকে সুস্থ্য রাখেন।
প্রভাষক ও সাংবাদিক আজিজুর রহমান রনি বলেন, ১৯৯৮ সালে মুরাদনগর ডি. আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে সকলেই কোন না কোন কর্মে নিয়োজিত আছি। দীর্ঘ ২২ বছর গত হলেও আমাদের বন্ধুত্বের বন্দন অটুট রয়েছে। যার ফলে আমরা দেশের প্রেক্ষাপটে সকলের আর্থিক সহযোগিতায় সমস্যায় পড়া মানুষের পাশে দাঁড়াতে পেরে স্বস্তিবোধ করছি। ভবিষ্যতে যেন সহযোগিতার হাত আরো প্রসারিত করতে পারি তার জন্য সকলের দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *