কুমিল্লায় কিশোর খুন
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় জনি নামে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শাকতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি নগরীর গোবিন্দপুর এলাকার আবুল হাশেমের ছেলে। সে তার পরিবারের সঙ্গে শাকতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন জানান,, বুধবার বিকালে নগরীর শাকতলা এলাকায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায় জনি। খেলা শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।