রূপগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করলেনঃ এ্যাসিল্যান্ড আফিফা খাঁন

Spread the love

নারায়ণগঞ্জ প্রতিবেদকঃ ১৫ বছরের এক কিশোরী বিয়ে বন্ধ করছেন এ্যাসিল্যান্ড আফিফা খাঁন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় কিশোরীর বাড়িতে ওই বাল্যবিবাহ বন্ধ করে দেন। ওই কিশোরী চনপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে সবে এসএসসি পরিক্ষা দিয়েছে। শুক্রবার চনপাড়া এলাকায় বাল্যবিবাহ হওয়ার কথা রয়েছে এবং আজ ওই কিশোরীর গাঁয়ে হলুদের আয়োজন চলছে, এমন তথ্য আসে উপজেলা প্রশাসনের কাছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের নির্দেশে আজ সকালে ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হই। পরে বিয়ে বন্ধ করে দিই এবং “১৮ বছর না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে দেবে না” মর্মে তার বাবা লিখিত অঙ্গিকারনামা দেয়। তিনি আরো জানান, বাল্য বিবাহ অত্যন্ত জঘন্য এবং ঘৃনীত কাজ। যেখানেই বাল্যবিবাহের কোন তথ্য পাওয়া যায়, সাথে সাথে প্রশাসনকে জানাতে অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *