কুমিল্লা জেলায় পৌরমেয়র সহ ৪০ জন আক্রান্তে জনমনে আতংঙ্ক বিরাজ
তরিকুল ইসলাম তরুন: কুমিল্লা জেলার দাউদকান্দির পৌর মেয়র সহ নতুন করে ৪০ জন আক্রান্তের খবরে জসমনে করোনা আতংঙ্ক বিরাজ করছে। বেড়েছে মৃত্যু সংখ্যাও দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইনসহ কুমিল্লা নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনে ৭ জন, মনোহরগঞ্জ ৪ জন, চান্দিনা ৮ জন, আদর্শ সদর ৪ জন, দাউদকান্দি ৬ জন, তিতাস ৫ জন, হোমনা ৩ জন,চৌদ্দগ্রাম ২ জন ও ব্রাহ্মণপাড়া ১ জন।এছারা আজ শুক্রবার ১ জন সুস্থ্য হয়েছেন , ১ জন মারা গেছেন লাকসামে।সিটি এলাকার নজরুল এভিনিউ রোডে দুই জন, কান্দিরপাড়ে এক জন নারী, সরকারি মহিলা কলেজ গেইটের ৬২ বছর বয়স্ক নারীসহ দুই নারী, চকবাজার পুলিশ ফাঁড়ি এলাকার একজন, কালিয়াজুড়ির এক জনের নতুন করে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর কৃষ্ণনগরের এক নারী, আমতলীর এক বয়স্ক নারীসহ তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন ,পৌর কাউন্সিলর সহ ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তিনি করোনা মুক্ত আছেন। শনাক্ত ৬ জনই পুরুষ। এনিয়ে দাউদকান্দিতে মোট ২৫ জন করোনায় আক্রান্ত। চৌদ্দগ্রামের মুন্সিরহাটের বাহেরগড়ার এক চিকিৎসক, আতাকরার এক যুবক করোনায় আক্রান্তের খবর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।এদিকে দেবিদ্বারের মোহনপুর পাবলিক কলেজের প্রভাসক মোঃকামাল হোসেন করোনা প্রজেটিভ হওয়ায় বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন বলে জানাযায়।