কুমিল্লায় নতুন করে করোনা প্রজেটিভ ৭৬জন, আক্রান্ত ১০৯৬জন। সুস্থ্য ১৫৭জন। মৃত:-৩জন।
টাইমস্ অনলাইন রির্পোটঃ কুমিল্লা নতুন করে ৭৬জনের করোনা প্রজেটিভ শনাক্ত হয়েছে।কুমিল্লা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৯৬জন। মৃত:-৩জন।
মঙ্গলবার বিকাল ৪টা ৩০মিনিট কুমিল্লা সিভিল র্সাজন কার্যালয়ে ফেইজবুক পেইজ থেকে এসব তথ্য পাওয়া গেছে। কুমিল্লা সিটি কপোরেশন ১৪জন, চৌদ্দগ্রাম- ১৬, দেবিদ্ধার-১৪,লাকসাম-৭, বরুড়া-৪,আদর্শ সদর ১, বুড়িচং-৯, ব্রাক্ষণপাড়া-৯ ও মুরাদনগর-২জন। কুমিল্লা জেলা বিভিন্ন উপজেলা থেকে ১০হাজার ১৪জনের নমুনা সংগ্রহ এসেছে। রিপোট পাওয়া গেছে ৮হাজার ৯শ’৮৫জন। মঙ্গলবার পজিটিভ-৭৬, সর্বমোট প্রজেটিভ সনাক্ত হয়েছে ১০৯৬ জনের। মঙ্গলবার সুস্থ্য হয়েছে দেবিদ্বার-১১, বুড়িচং-৩,মুরাদনগর-১জনসহ ১৫জন।সর্বমোট সুস্থ্য ১৫৭জন। মৃত: সংশোধিত চান্দিনা ১, চৌদ্দগ্রাম-১, মুরাদনগর-১, মোট-৩জন। সর্বমোট মৃত: ৩১জন।