বাস ভাড়া বৃদ্ধি’র প্রতিবাদে যশোরে বামপন্থী দলগুলো মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা ভাইরাস কোভিড-১৯ কারণে সরকারি নির্দেশনায় ৬০ ভাগ বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে যশোরের বামপন্থী দলগুলো মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) উদ্যোগে এ মানবন্ধনের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব মেনে আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বাসদ, বাসদ (মার্কসবাদী) ও সিপিবি যশোর জেলার নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমেছে, তখন আমাদের বাস ভাড়া বেশি হয়েছে। কোথাও কোথাও সরকারি নির্দেশনার ৬০ ভাগেরও বেশি বাস ভাড়া নেওয়া হচ্ছে। দেশে এই অবস্থায় যা খুবই কষ্টকর। তাই অবিলম্বে বাস ভাড়া কমানোর দাবি করেন তারা। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা কমিটির সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু, সিপিবির সভাপতি অ্যাড. আবুল হোসেন প্রমুখ।