তিতাসে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সকল রাস্তা শীঘ্রই মেরামত করা হবে
নাজমুল করিম ফারুক, তিতাস প্রতিবেদক: অতিবৃষ্টির কারণে তিতাস উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। শীঘ্রই এসব রাস্তাঘাট সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। করোনা পরিস্থিতির কারণে সাময়িকভাবে এলাকার উন্নয়ন কর্মকান্ড কিছুটা স্থিতিশীল থাকলেও সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি দপ্তর এখন কাজ করে যাচ্ছেন।বৃহস্পতিবার কুমিল্লা তিতাস উপজেলা গাজীপুর থেকে উজিরাকান্দি সড়কের জগতপুর বাজার সংলগ্ন এলাকায় ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শনকালে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সফরসঙ্গীদেরকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।তিনি আরো বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তাটি পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মুহীব উল্লাহ্, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।