রূপগঞ্জে দোয়া, খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ
মো: সোহেল কিরণ: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ও করোনা পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া, খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলার পশি হারার বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দুলাল হোসেনের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন থানা মহিলাদলের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম, তিতুমীর কলেজ ছাত্রদলের রাসেল, থানা ছাত্রদলের মানিক, সালামত, আল-মামুন, রোমান প্রমুখ।
খাদ্য বিতরণকালে ছাত্রদল নেতা দুলাল হোসেন বলেন, করোনা মহামারীতে সাধারণ মানুষ আজ খাদ্য সংকটে পরেছে। তাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ও তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ধাপে ১০ হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ কর্মসূচি শুরু করেছি। আজ পশি হারার বাড়ি এলাকায় ২’শ ৫০ জনের মাঝে বিতরণ করেছি। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।