মুরাদনগরে নববধুর লাশ উদ্ধার স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ মুরাদনগরে নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ বলছে তদন্ত শেষে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জানাযায়, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা পালাসুতা গ্রামের মোঃ শরিফ আহমেদ মেয়ে শরিফা আক্তার কে গত ১০ এপ্রিল বিয়ে দেন একই উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের আবুল হাসেমের ছেলে শরিফ আহমেদের সাথে। বিয়ের দুই মাস পার না হতেই স্বামী ঘরের টয়লেট থেকে ওই নববধুর লাশ উদ্ধার করে পুলিশ। শরিফা আক্তার পিতা মোঃ শরিফ আহমেদ জানায়, বিয়ের পর যৌতুক হিসেবে নগদ একলাখ টাকা দিয়েছি। তার পর স্বর্ণ দাবী করে আসছে শশুড় বাড়ীর লোকজন। এই দুই ভরি স্বর্ণের জন্যই আমার মেয়েকে তারা মেরে ফেল। তবে শশুড় বাড়ীর লোকজন বলছে শরিফা আত্মহত্যা করেছে। মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ জানান, এব্যাপারে মুরাদনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত শরিফা আক্তার আত্মহত্যা প্ররোচনায় স্বামী শরিফ মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শরিফা আক্তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। হত্যা নাকি আত্মহত্যা।