রূপগঞ্জে ডজন মামলার আসামী সহ গ্রেফতার-৩ অপহৃত দুই যুবক উদ্ধার

Spread the love

মো: সোহেল কিরণঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী ও অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৩ জনকে গ্রেফতার করা হয়। শনিবার গভীর রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে সোলায়মান (৩৭), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রাকিব হাসান (২০) ও গোলাকান্দাইল এলাকার মফিজুল ইসলামের ছেলে ইকরাম হোসেন। এ ঘটনায় ওই অটোরিক্সার মালিক হৃদয় মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  অপহৃত যুবক হৃদয় জানায়, সে ব্যাটারী চালিত একটি অটোরিক্সা ভাড়ায় নিয়ে উপজেলার বিভিন্নস্থানে চালিয়ে আসছেন। গত ২ জুন দুপুরে হৃদয় ও তার বন্ধু মানিক উপজেলার কান্দাপাড়া এলাকার সামনে পৌছালে অপহরণকারী সোলেমান, বাবু, রিয়াজ মিয়া, আক্তার, ইকরাম, রাকিব হোসেন ও মুরাদ ভুইয়া মোটরসাইকেলে অটোরিক্সার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই অপহরণকারীরা অটোরিক্সার চাবি নিয়ে যায়। এসময় অপহরণকারীরা হৃদয় ও তার বন্ধু মানিককে অটোসহ অপহরণ করে উপজেলা হাউলিপাড়া এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে অপহরণকারীরা হৃদয়ের বাবা লিটন মিয়ার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন বাবা লিটন মিয়া কোন উপায় না পেয়ে অপহরণকারীদের নগদ ৩০ হাজার টাকা প্রদান করলে হৃদয়ের ভাড়া চালিত ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের গাড়িটি রেখে হৃদয় ও তার বন্ধু মানিককে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় হৃদয় বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। জানা যায়, গ্রেফতারকৃত সোলেমান চাঁদাবাজি, অপহরণ, চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সোলেমানের নামে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, অপহরণ, মাদকসহ প্রায় একডজন মামলা রয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *