সোনারগাঁয়ে মোবাইলফোন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে দগ্ধ

Spread the love

মো: সোহেল কিরণঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইলফোন চার্জ দেওয়া অবস্থায় হেডফোন ব্যবহারের সময় বিদ্যুৎস্পর্শে ঘরে আগুন লেগে মা ছেলে দগ্ধ হওয়ার সংবাদ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক দগ্ধ অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ছেলের অবস্থা খুবই আশংকাজনক। স্থানীয়রা জানান, সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের বাসিন্দা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কর্মচারী মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া বানুরানী দাস ও তার ছেলে অপূর্ব দাস বিদ্যুৎস্পর্শ হয়ে শরীরে আগুন লেগে মারাত্মকভাবে দগ্ধ হয়। ভাড়াটিয়ারা জানায়, সকালে হঠাৎ করে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখি অপূর্ব দাসের ঘরে আগুন জ্বলছে। অপূর্বদের ঘরের দরজা বন্ধ ছিল। দরজা খুলেই অপূর্ব মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার শরীরে হেডফোনের তার পেঁচানো ছিল। তখন তার জ্বলছিল। এমন সময় ঘরে ঢুকে তার মাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাড়ির মালিক মিজানুর রহমান জানান, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। তবে সে যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোনের তার লাগানো ছিল। এ সময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। আগুনে খাট, তোশক ও আসবাবপত্র পুড়ে গেছে। অপূর্ব ও তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *