সাংবাদিক সৈয়দ শরীফ আহমেদ স্মরণে দোয়া-মাহফিল

Spread the love

এমএ কাশেম ভূঁইয়া,হোমনা প্রতিবেদকঃ দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের দাউদকান্দির সিনিয়র প্রতিনিধি প্রয়াত ডাঃ সৈয়দ শরীফ আহমেদ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৮ জুন সোমবার বিকালে দাউদকান্দি বাজারে অবস্থিত বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাব কার্যালয়ে এক শোক সভা শেষে মিলাদ ও মোনাজাত করা হয়।বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম.সালাহ উদ্দিনের পরিচালনা এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহিন আহমেদ, জনকণ্ঠ প্রতিনিধি মো. শামিম রায়হান, সাংবাদিক মো. রুবেলসহ প্রেস ক্লাবের সদস্য গন। অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত করেন দোনারচর জামে মসজিদের খতিব মাওলানা মো. মফিজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *