সোনারগাঁয়ে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি খাদ্য সামগ্রী পাঠালেন চেয়ারম্যান ইউসুফ দেওয়ান

Spread the love

মো: সোহেল কিরণঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাদ্য সামগ্রী ও ফলমূল উপহার পাঠিয়েছেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান। সোমবার সকালে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্বাবধায়নে এ করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাদ্য সামগ্রী ও ফলমূল পৌঁছে দেন ইউনিয়নের সেচ্ছাসেবী সাকি হাসান জয়। নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান োো করোনায় আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করে বলেন, আতংকিত বা চিন্তিত হবেন না। আপনি নিয়ম মেনে চলুন, বাড়িতে থাকুন আমরা আপনার পাশে আছি ভয় পাবেন না। তিনি আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থতা কামনা করেন। প্রসঙ্গতঃ খবর নিয়ে জানা গেছে, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান সবসময়ই ইউনিয়নবাসীর জন্য উজাড় করে দেন। কখনও ফলের ডালা, কখনও ক্রান্তিকালীন ত্রাণ সামগ্রীর প্যাকেট। হাসি ফোটাচ্ছেন একের পর এক গ্রামের মানুষের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *