সোনারগাঁয় চর গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মাঝের চর গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এসময় বাড়িঘরে ভাংচুর করে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত নাদিম হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে আহত নাদিম উল্লেখ করেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ইন্টারনেট মেরামত করে থাকে। পাশাপাশি ওই এলাকার শাহআলম, হুমায়ুন ও মঞ্জুর হোসেনের মালিকানাধীন ইন্টারনেটেে কাজ করে থাকেন। সম্প্রতি তাদের মধ্যে লেনদেন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সোমবার দুপুরে মাঝেরচর এলাকায় কাজ করার সময় মাঝের চর গ্রামের জাহিদের নেতৃত্বে ইমন, ফয়সাল, মোহাম্মদ হোসেন, রানা, রবিন, বিল্লাল ও হালিমসহ ১২-১৫জনের একটি দল লাঠিসোটা, লোহার রড, নিয়ে প্রথমে নাদিম তার বাবা লিয়াকত আলী ও মা পিয়ারা বেগমকে পিটিয়ে আহত করে। ঘটনার সময় বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। অভিযুক্ত জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, শুধু ধাক্কাধাক্কি হয়েছে। তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।