বাঙ্গরা বাজার থানার ওসিসহ ৯জন করোনা পজেটিভ

Spread the love

মাহবুব আলম আরিফ:বাঙ্গরা বাজার থানার ওসিসহ ৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে বাঙ্গরা বাজার থানার পুলিশ সদস্য ৭জন ও অপর দু’জন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের জসমন্তপুর গ্রামের। বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারসহ এ থানায় সর্বমোট ১৫জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মে মাসে সর্বপ্রথম বাঙ্গরা বাজার থানায় একজন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন পরে তার সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রাহ করে তা পরিক্ষার জন্য কুমিল্লা পাঠানোয়। গত ৪ জুন বাঙ্গরা বাজার থানায় আরো ৭জন পুলিশ সদস্যের করোনা পজেটিভ আসে। তারই ধারাবাহিকতায় থানার সকল পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে আবারো পরিক্ষার জন্য কুমিল্লায় পাঠানো হয়। সেখান থেকে বুধবার বিকেলে থানার ওসিসহ নতুন করে আরো ৭ জনের করোনা পজেটিভ আসে। এখন পর্যন্ত এ উপজেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *