মুরাদনগরে ইউপি’র সচিব করোনা উপসর্গ নিয়ে মারা গেছে

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ মুরাদনগরে ইউপি’র সচিব করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।

পারিবারিক সূত্র জানাযায়, শুক্রবার রাত ৮টা ৪৫মিনিটে মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর ১১নং দক্ষিণ ইউনিয়নের সচিব প্রদীপ সূত্রধর(৪৫) করোনা উপসর্গ নিয়ে তার নিজ বাড়ী মারা গেছে।প্রদীপ সূত্রধর দীর্ঘ ১৪দিন ধরে জ্বর সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাস কস্টে ভূগছিলেন। নিজ বাড়ীতে তিন দিন অক্সিজেন শ্বাস নিচ্ছিলেন। মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়ন যাত্রাপুর মৃতঃ সুবাস সূত্রধর ছেলে প্রদীপ সূত্রধর।প্রদীপ সূত্রধর মৃত্যুকালে মা, স্ত্রী, ২মেয়ে ১ ছেলে, ১ভাই ১বোন রেখে যান।মুরাদনগর হাসপাতালের ডাঃ ফারহান ইমতিয়াজ জানান, গত সোমবার বিকালে মুরাদনগর সরকারী হাসপাতালে প্রদীপ সূত্রধরের গলা থেকে কফ ও নাথ থেকে বস নেয়া হয় পরীক্ষা জন্য। কুমিল্লা সরকারী হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এখনও ফলাফল আসেনি।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অভিষেক দাস জানান, প্রদীপ সূত্রধর করোনা আক্রান্ত হয়ে মারা গেছে কিনা এখনও বলতে পারছিনা। আমাদের হাতে এখন প্রদীপ সূত্রধর রিপোট হাতে পৌছায়নি। খোজ নিচ্ছি।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, মুরাদনগর উপজেলা ৪জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *