কুমিল্লায় করোনায় অাক্রান্ত্র-১৮৪৬,মৃত্যু-অর্ধশত
ফারুক অাজমঃ দিন দিন বেড়েই চলছে করোনার অাক্রান্ত সংখ্যা।এ পর্যন্ত জেলায় ১৩৭৩০ জনের নমুনা সংগ্রহ করে ১২০৭৪ টি নমুনার রিপের্টে ১৮৪৬ জনের করোনা শনাক্ত হয়। করোনার অাক্রান্তের প্রথমদিকে সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় অাক্রান্ত সংখ্যা কম থাকলে ও দিন দিন বেড়েই চলছে,অাজ পর্যন্ত সিটি ও সদরে ৪১৭জনের অাক্রান্তের তথ্য পাওয়া গেছে।এর মধ্য সর্বমোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লা নগরীর বাগিচাগাও, কান্দিড়পাড়,চকবাজার সহ শহরের প্রতিটি এলাকায়ই অাক্রান্তের তালিকায় রয়েছে। অাক্রান্ত হয়েছে সদর উপজেলা চেয়ারম্যান এড.অামিনুল ইসলাম টুটুল সহ ২ কাউন্সিলর,তারপরেই সবচেয়ে বেশি অাক্রান্ত দেবিদ্বারে, সেখানে অাজ ১৬ সহ এপর্যন্ত ২০৯ জন অাক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরন করেছে ১৪জন,তারপরে রয়েছে মুরাদনগর,সেখানে ১৭৭জন অাক্রান্ত,এর মধ্য মৃত্যুবরন করেছে ৯ জন,মেঘনা উপজেলায় অাক্রান্ত ২৩,হোমনায় ৩১,তিতাসে ৪২জন,দাউদকান্দিতে ৬৬জন,বুড়িচংয়ে ১০৪,ব্রাহ্মণপাড়ায় ৪১জন এর মধ্য ২ জনের প্রানহানী ঘটেছে,চান্দিনায় ১৪০জন অাক্রান্ত,এর মধ্য প্রানহানী ঘটেছে ৮জনের, বরুড়ায় অাক্রান্ত ৫৩,লাকসামে অাক্রানন্ত ১৩৫এর মধ্য প্রানহানী ঘটেছে ১ জনের,মনোহরগঞ্জে অাক্রান্ত ৩০জন,নাঙ্গলকোটে ৮৮ জন অাক্রান্ত, প্রানহানী ঘটেছে ২ জনের,চৌদ্দগ্রামে অাক্রান্ত ১৭০প্রানহানী ঘটেছে ১ জনের,সদর দক্ষিনে অাক্রান্ত ৩৮,প্রানহানী ঘটেছে ১ জনের এবং লালমাইয়ে ১১ জন অাক্রান্ত এর মধ্য ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৪৬ জনের করোনা পজিটিভ হওয়ার তথ্য পাওয়া গেছে।এদের মধ্য এ পর্যন্ত ৫০ জনের প্রানহানী ঘটেছে এবং সুস্থ্য হয়েছে ৩২৪ জন।বাকিদের মধ্য অনেকেই বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এবং বাকিরা কুমিল্লা মেডিকেল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো অারো ১৬৫৬ টি রিপোর্ট অাশার বাকি রয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান,প্রতিদিনই অাক্রান্তের সংখ্যা বাড়ছে,জনগনকে অারো সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অাহবান জানান।