মুরাদনগরে ইউপি’র সচিব প্রদীপকে সৎকার করলো মুরাদনগর উপজেলা যুবলীগ আলেমরা

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মুরাদনগরে ইউনিয়ন পরিষদ সচিব প্রদীপকে সৎকার করলো মুরাদনগর উপজেলা যুবলীগ। জানাযায়, গত শুক্রবার রাত সাড়ে ৮ টায়  মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে সচিব প্রদীপ সূত্রধর করোনা উপসর্গ নিয়ে মারা যায়। শনিবার দুপুরে কুমিল্লা-৩, মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশে মুরাদনগর উপজেলা যুবলীগ ভারপাপ্ত আহবায় মোঃ রুহুল আমিনের নেতৃত্বে ১১সদস্যের আল কোরআন হাফেজ, মসজিদের ইমাম, মাওলানা ও সাংবাদিকের একটি দল করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রদীপ সূত্রধরকে তার বাড়ী  নিজ চিতাশাল নিয়ে সৎকার করেন। এতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অভিশেক দাস, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ লতিফ সরকার। সাংবাদিক আবুল কালাম আজাদ ভূইয়া, ইউপি’র সচিব তাজুল ইসলাম, নাঈম সরকার, শিক্ষক আবু কাউছার ভূইয়া, আ’লীগ নেতা আঃ সালাম ভূইয়া, এইচ এম রেজাউল করিম, মাহবুবুল আল মামুন, মোমেন সরকার, হাফেজ ইব্রাহীম, নাজমুল হাসান, সোহেল, ইয়াসিন আরাফাত বাবু, আলাউদ্দিন ব্যাপারী, নাছির হোসেন, আক্তার হোসেন, রাজিব আহমেদ তুহিন ও সফিক আহমেদ প্রমুখ। নিহত প্রদীপ সূত্রধর মুরাদনগর উপজেলা যাত্রাপুর গ্রামের মৃতঃ সুবাস সুত্রধর ছেলে। তার নিজ বাড়ী চিতাশালে সৎকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *