কুমিল্লা ৪টি ভ্রাম্যমান আদালতে ১৮ টি মামলায় উনিশ হাজার একশত পঞ্চাশ টাকা জরিমানা
কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লা ৪টি ভ্রাম্যমান আদালতে ১৮ টি মামলায় উনিশ হাজার একশত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।কুমিল্লা জেলা প্রশাসন অফিস সূত্রে যানাযায়, কুমিল্লায় মানুষ মুখে মাস্ক পরিধান না করায় স্বাস্থ্যবিধি অমান্য করা, গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন মোটসাইকেলে একাধিক ব্যক্তি আরোহন,দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৪টি ভ্রাম্যমান আদালতে ১৮ টি মামলায় উনিশ হাজার একশত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল ফজল মীর নির্দেশনায় সোমবার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা, অমিত দত্ত, গোলাম মোস্তফা ও তানজিমা আঞ্জুম সোহানিয়া। ভ্রাম্যমান আদালতে অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও আনসারের সদস্যবৃন্দ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্যান্য অপরাধ নিবারণে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে অভিযান অব্যাহত রয়েছে।