মণিরামপুরে প্রথম করোনায় মৃত্যু ব্যাক্তির দাফন সম্পন্ন করলেন তাকওয়া ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীরা

Spread the love

যশোর প্রতিবেদকঃযশোরের মণিরামপুর উপজেলার সিরাজুল ইসলাম বাবু (৪৫) নামে এক ব্যবসায়ীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহে …. রাজেউন)। ঢাকায় কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার সন্ধ্যার পর তার মৃত্যু হয় বলে জানাযাট। বাবু উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল বারিক মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অটোমোবাইলসের ব্যবসা করতেন। তার মৃত্যুতে মনিরামপুরে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পারিবারিক সূত্রে জানাযায়, সিরাজুল ইসলাম বাবু ৩ জুন জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু উপশম না হওয়ায় বাবুকে ১০ জুন কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে তার দেহ থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষাগারে পাঠালে কোভিড-১৯ (পজেটিভ) সনাক্ত হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার সন্ধ্যার পর পরই সিরাজুল ইসলাম বাবুর মৃত্যু হয়। উল্লেখ্য সিরাজুল ইসলাম বাবু দীর্ঘদিন যাবত ঢাকায় ব্যবসার (অটোমোবাইলস) সুবাদে উত্তরায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। বাবুর একমাত্র ছেলে তামিম এবার এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে। স্ত্রী রেক্সোনা পারভীন বাবলী গৃহিনী। এদিকে পূর্বের ঘোষণা অনুযায়ী সোমবার সকালে তাকওয়া ফাউন্ডেশন মণিরামপুর শাখার উদ্যোগে সেচ্ছাসেবকদরে সাত সদস্য আশরাফ ইয়াসিন, নাসিম খান, মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম, সবুজ হোসেন, মাওলানা সামছুজ জামান ও মোহাম্মদ ইউসুফসহ সামাজিক দূরত্ব বজায় রেখে নিহতের স্বজন ও এলাকাবাসীর অংশ গ্রহনের মাধ্যমে মরহুমের নামাজে জানাজা শেষে রামনাথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *