হোমনায় নব দিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ
হালিম সৈকত, কুমিল্লা প্রতিবেদকঃ হোমনা উপজেলার জয়পুরে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন নব দিগন্তের আত্মপ্রকাশ ঘটেছে। ১৯ জুন বিকাল ৪ টায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে এই সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা হয়। জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ডালিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিমপুর আর আর ইনস্টিটিউশন এর সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আঃ বাতেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আহমেদ উল্ল্যাহ, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত ও সাংবাদিক জুয়েল রানা।অন্যান্য অতিথি হিসেবে ছিলেন মাছিমপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, ব্যবসায়ী জহিরুল ইসলাম, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মুকুল মিয়া, কামাল হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ। জয়পুর নবদিগন্ত যুব সংঘের নব গঠিত কমিটি হলো সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আশিক উল্লাহ, সহ সভাপতি জুয়েল সিকদার, সহ সভাপতি সজিব ভূইয়া,সহ সভাপতি কাউসার খান, সাধারণ সম্পাদক আল আমিন, সহ সাধারণ সম্পাদক সাইদুল, সহ সাধারণ সম্পাদক সারোওয়ার, সহ সাধারণ সম্পাদক সাকিল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পাপ্পু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান সাকিব, সহকারী যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহেল আজমান,দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সজল, অর্থ সম্পাদক জুয়েল আহমদ জেরি, সহ অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মাসুম, সহ প্রচার সম্পাদক রাকিব, ক্রিয়া সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ ক্রিয়া সম্পাদক নাজমুল, আপ্যায়ন সম্পাদক সাগর বাদশা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাউসার এবং ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল প্রমূখ।নবগঠিত সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হলো শিক্ষার প্রসারে কাজ করা। সামাজিক অবক্ষয় দূর করা। মাদক নির্মূলে কাজ করা। গুণীজনদের সম্মানিত করা। পরিষ্কার পরিচ্ছন্নত কার্যক্রম জোরদার করা। মোদ্দাকথা সমাজের সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা।