চাঁদপুরে আরও ৫০ জন করোনা আক্রান্ত

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুরে আরও ৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার জেলায় মোট ৩৩৫ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৫০ জন পজেটিভ। এর মধ্যে কচুয়ার মৃত রুহুল আমিনের রিপোর্ট পজেটিভ এসেছে। আর নেগেটিভ রিপোর্ট আসে ২৮৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলে ৬১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। আর মারা গেছেন ৪৬ জন। সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩৪ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব উত্তরে ৬ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়ায় ১ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৫২, হাইমচর উপজেলায় ৩৩, মতলব উত্তর উপজেলায় ৩৩, মতলব দক্ষিণ উপজেলায় ৭৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৬ জন, কচুয়া উপজেলায় ২৯ জন, শাহরাস্তি উপজেলায় ৬৪ জন। জেলায় এ পর্যন্ত মৃত ৪৬ জনের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলায় ১২, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়া উপজেলায় ৫ জন, মতলব উত্তর উপজেলায় ৪ জন এবং মতবল দক্ষিণ উপজেলায় ২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *