মতলব উত্তরে কাজী মুক্তারের প্রতিবাদ সভা ও মানব বন্ধন

Spread the love

 মোহাম্মদ বিপ্লব সরকার :মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী মুক্তার হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে স্হানীয় এলাকাবাসী প্রতিবাদ সভা ও মানব বন্ধন করেছে। ২২জুন বিকেল ৩টায় ফরাজিকান্দি ইউনিয়নের ভেদুরিয়া বাজার নওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বক্তারা বলেন, কাজী মিজান একজন রাজাকারের সন্তান। সে যদি সভা করতে পারে তাহলে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কেন প্রতিবাদ সভা ও মানব বন্ধন করতে পারবো না।মতলব উত্তরে কোনো ভাবেই নদীতে বালু কাটতে দেয়া হবে না। আমরা মতলব উত্তরে শান্তির রাজনীতি করতে চাই। তাই কোনো অপরাজনীতিকে পশ্রয় দেয়া হবে না। এ সময় বক্তব্য রাখেন,আমান উল্লা প্রধান,আঃ রশিদ খান,জাহাঙ্গির সরদার,সলিম উল্লা নেয়ামত উল্লা মল্লিক, পরিমল, স্বপন মল্লিক, জিল্লুর রহমান,আলী আহম্মদ,সফিক, খবির মৃধা মুকুল প্রধান,রফিক সর্দার,কাজল বেপারী, আব্দুল আল মামুন,রুহুল আমিন প্রধান,নাছিম রানা, মামুন শিকদার, নাজমুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *