মুরাদনগরে করোনায় আক্রান্ত ২১৪, সুস্থ্য ১৩১ জন, মৃত্যুবরণ করেছে ১১জন নমুনা সংগ্রহ ১১৩৭টি

Spread the love

মুরাদনগর প্রতিবেদকঃ  মুরাদনগরে করোনায় আক্রান্ত ২১৪, সুস্থ্য ১৩১, মৃত্যুবরণ করছে ১১জন ও নমুনা সংগ্রহ ১১৩৭টি।কুমিল্লা জেলা সিভিল সার্জন এফবি পেইজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(আরএনও) সিরাজুল ইসলাম মানিক জানায়, মুরাদনগর থানা , বাঙ্গরা বাজার থানায় ২১জন পুলিশ সদস্য, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলমসহ ২জন ডাক্তার, ২৭জন স্বাস্থ্যকর্মী, দৈনিক সমকাল পত্রিকা সাংবাদিক, কোম্পানীগঞ্জ উত্তরা ব্যাংক শাখা ৫জন, প্রাইম ব্যাংক ১জন, জাহাপুর বাজার অগ্রণী ব্যাংক শাখা ম্যানেজার। মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, টনকি ইউনিয়নের মাজুর গ্রামের ১ জন, বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামের ১জন ও পাহাড়পুর গ্রামে ১জন। মুরাদনগর উপজেলায় প্রাপ্ত করোনা ভাইরাস নমুনা সংগ্রহের ১১৩৭টি। করোনা আক্রান্ত সংখ্যা ২১৪জনে। আক্রান্ত হওয়ার পর সুস্থ্য হয়েছে ১৩১ জন। মৃত্যুবরণ করছে ১১জন। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের পরিষদ সচিব প্রদীপ সূত্রধরসহ করোন আক্রান্তে মৃত্যুর পর ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । বাকি ৪ জন নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট আসার আগেই মৃত্যুবরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *