সততার পরিচয় দিয়ে ৬১ লাখ টাকা ফিরিয়ে দিল অটো চালক সজিব

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুরে অটোরিকশায় চালকের উদারতায় ৭ঘন্টা পর ভুল করে ফেলে যাওয়া ৬১ লাখ টাকা ফিরে পেলো বিকাশ এজেন্ট। ২১ জুন রোববার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানা পুলিশ পুরাণবাজার পুরাতন ফায়ারসার্ভিস এলাকায় গেলে টাকা পাওয়া হিরো সজিব টাকা গুলো পুলিশ কে বুঝিয়ে দেয়। আর এতে করে সজিব উদারতার পরিচয় দেয়ায় হিরো বনে যান। এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার সময় শহরের জোরপুকুরপাড় মনের ভুলে অটো-রিক্সায় ৬১ লাখ টাকার একটি ভ্যাগ ফেলে যায় চাঁদপুরে বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েল। ঘটনার বিবরণে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টায় বিকাশ এজেন্ট কর্মী মাসুদ হোসেন শহরের ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে নেমে ব্যাগভর্তি সেই টাকা নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে শহরের জোড় পুকুরপাড় এলাকায় এসে নামেন। তখন ভুলক্রমে তিনি অটোরিকশাতে টাকাগুলো রেখেই নেমে পড়েন। সেখানে বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েল নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে মাসুদের জন্য অপেক্ষা করছিলেন। এরপর তারা দুইজন ফরিদগঞ্জে কাজে চলে যান। প্রায় আধ ঘন্টা পর বুঝতে পারেন যে টাকার ভ্যাগ অটোরিকশায় ফেলে এসেছেন। এদিকে ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অটোরিকশায় থেকে মাসুদ নেমে যাবার পর অটোরিকশা চালক কিশোর সজিব প্রায় আধঘন্টা সেখানে অপেক্ষা করেন। এরপর টাকার ভ্যাগটা সে নিজের জিম্মায় নিয়ে সেখান থেকে চলে যাবার দৃশ্য ধরে পরে। ভিডিও ফুটেজ দেখার পরে বিকাশ এজেন্ট জুয়েল তার কর্মী মাসুদকে নিয়ে সদর মডেল থানায় ছুটে যান। পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। অপরদিকে অটোরিকশায় চালক সজিব বিকালে পুরাণবাজার পুরাতন ফায়ারসার্ভিস এলাকাস্থ গ্যারেজে যায়। সেখানে যাবার পরে প্রথমে বিষয়টি সে জেলা আওয়ামী লীগের অফিস সহকারি বাদলের কাছে টাকা পাওয়ার বিষয়টি জানায়। বাদল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া খবরটি পূর্বেই জানবার কারণে সে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নাসিম উদ্দিন পুরাণবাজার পুরাতন ফায়ারসার্ভিস এলাকায় গেলেটাকা পাওয়া যুবক সজিব টাকার ব্যাগপি পুলিশ কে বুঝিয়ে দেয়। এ উদারতা দোখানোর কারণে সজিব হয়ে যান হিরো দ্যা চাঁদপুর।পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম বার সজিব কে ৫ হাজার টাকা ওসি নাসিম উদ্দিনের মাধ্যমে প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *