The Cumilla Times -এ সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে
সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম The Cumilla Times। অতি অল্পদিনে পত্রিকাটির অনলাইন ভার্সন পাঠক নন্দিত হয়ে উঠেছে। দেশ-বিদেশে সকল জেলার খবরা-খবর, কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা, পৌরসভা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন ভার্সনের জন্য সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। ছবিসহ জীবন বৃত্তান্ত (সিভি) ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। নিয়মিত সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেইজে facebook.com/thecumillatimes-এ লাইক দিয়ে সঙ্গে থাকবেন।
সম্পাদক
The Cumilla Times
Web : thecumillatimes.com