কুমিল্লা সিলেট পাবনায় ইউনিয়ন পরিষদ সচিব সরকারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্তে মৃত্যুতে তিনদিনে শোক দিবস পালন
মুরাদনগর প্রতিবেদকঃ সরকারি দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ২৭মে সিলেট জেলা জৈন্তাপুর উপজেলা ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ ইউপি’র সচিব মোঃ আবুল হোসেন, ১২জুন কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১১ন! রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ সচিব প্রদীপ চন্দ্র সূত্রধর ও পাবনা জেলা পাবনা সদর উপজেলা আতাইকুলা ইউনিয়ন পরিষদ সচিব আলহাজ্ব হাফিজুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিবের মৃত্যুতে তিনদিনে শোক দিবস পালন করেন। নিহত ইউপি সচিবের রুহের/আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইলো সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন। তাছাড়া সারাদেশে আক্রান্ত ইউপি সচিবদের দ্রুত সুস্থতা কামনা করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলা প্রাঙ্গণে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সজিব সমিতি (বাপসা) কুমিল্লা জেলা ও মুরাদনগর উপজেলা শাখা নেত্রীবিন্দুরা তিনদিন ব্যাপী এক শোক শোক প্রকাশ করেন। এতে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অভিষেক দাস, শ্রীকাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সজিব সমিতি (বাপসা) কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক ও মুরাদনগর উপজেলা শাখা সভাপতি বাবু চন্দন কুমার দাশ, দারোরা ইউনিয়ন পরিষদ সচিব নাঈম সরকার, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদ সচিব মোজাম্মেল হক, টনকি ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জাকির হোসেন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদ সচিব মোঃ হান্নান খাঁন, বাবুটি পাড়া ইউনিয়ন পরিষদ সচিব দিলিপ চন্দ্র রায়, মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রফিকুল ইসলাম, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেন,নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ সচিব জালাল আহমেদ ভূইয়া, চাপিতলা ইউনিয়ন পরিষদ সচিব মোঃ কাজী তাজুল ইসলাম, জাহাপুর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ সাইয়ূম প্রমুখ।