করোনা ভাইরাসে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। ছেলে ব্যারিস্টার ইমতিয়াজ রহমান সবুজ জানান. মঙ্গলবার (২৩শে জুন) রাতে, রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে তিনি মারা যান। ইদ্রিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে । গত ১৮ জুন থেকে অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।