মুরাদনগরে ফেন্সিডিল ব্যবসায়ীদের হামলায় আহত ১
মুরাদনগর প্রতিবেদকঃ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে রাতে ফেন্সিডিলের চালান নেয়ার সময় দেখে ফেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় একজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, গত রবিবার রাতে আনুমানিক ৩টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মৃত কবির মিয়া ছেলে সজল, মৃত মন্টু মিয়ার ছেলে টাকলু বিল্লাল, সাম মিয়ার ছেলে মাসুম মিয়া সিএনজি থেকে বস্তাভর্তি ফেন্সিডিল নামাচ্ছিলেন। এ সময় টের পেয়ে একই গ্রামের মৃতঃ আব্দুল মোতালেব মাস্টারের ছেলে মোজাম্মেল হোসেন কায়কোবাদ এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এব্যাপারে বাঙ্গরা বাজার থানায় তার বড় ভাই মেহেদী হাসান বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেন। বাঙ্গরা বাজার থানা এসআই ফকরুল ইসলাম জানায়, একটি মারামারি মামলা হয়েছে। আমি তদন্ত করেছি। একদল কুচক্রী মহল মোফাজ্জল হোসেন কায়কোবাদ কে মারধর করেছে। কায়কোবাদ এখন মুরাদনগর হাসপাতালে ভর্তি রয়েছে।