সেচ্চাশ্রমে বলীঘর-রাজাবাড়ী গ্রামে দেড় কিলোমিটার রাস্তা নির্মান
নিজস্ব প্রতিবেদকঃ সেচ্চা শ্রমে জাগো বলীঘর সংগঠনের নেতৃত্বে দেড় কিলোমিটার মানুষ চলাচলের অনুপযোগি রাস্তায় ইটের খোয়া বালু ফেলে রাস্তা পূর্ননির্মান করেছেন। জানাযায়, মুরাদনগর উপজেলা আকুবপুর ইউনিয়নের বলীঘর- রাজাবাড়ী গ্রামের রাজাবাড়ী মোড় থেকে বলীঘর বাজার পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তার উপর ২৫ টাক্টর বালু ও ২৫ টাক্টার ইটের খোয়া ফেলে রাস্তাটি পূর্ননির্মান করেছে জাগো বলীঘর একটি সামাজিক সংগঠন। ওই এলাকার অটোচালিত সিএনজি , রিক্সা ও ভ্যান গাড়ি চালকরা সেচ্ছা শ্রমে ও জাগো বলীঘর সংগঠনের অর্থদিয়ে দেড় কিলোমিটার রাস্তাটি পূর্ননির্মান করা হয়েছে। মানুষ চলাচল অনুপোগি রাস্তাটি পূর্ননিমান কালে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা সহ প্রকৌশলী মাসুদুর রহমান মজুমদার,মুরাদনগর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাঙ্গরা বাজার থানা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, বলীঘর গ্রামের সমাজ সেবক অদুধ সরকার, ডাঃ খন্দকার কবির আহম্মদ, জাগো বলীঘর সংগঠনের সভাপতি সাইফুর রহমান ফয়সাল প্রমুখ।মুরাদনগর উপজেলা সহ কারী প্রকৌশলী মাসুদুর রহমান মজুমদার বলেন, কুমিল্লা-৩, মুরাদনগর উপজেলা সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) -এর স্বাক্ষরিত একটি আবেদন পত্র স্থানীয় সরকার মন্ত্রনালয়ে রয়েছে। আগামী জানুয়ারী দিকে রাজাবাড়ী-বলীঘর বাজার রাস্তাটি পাকাকরণ হবে। অল্পবৃস্টিতেই -এরাস্তাটি তলিয়ে যায়। মানুষের দূর্ভোগ লাগবের জন্য খুব দ্রæত এরাস্তাটি পাকাকরণ হবে। রাস্তাটি পাশেই অদের খালে মুরাদনগর-নবীনগর অদের খালের উপর একটি বড় ব্রিজ নির্মান হচ্ছে। বাজার থানা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, জাগো বলীঘর একটি সামাজিক সংগঠন। জাগো বলীঘর সেচ্চাশ্রমের কাজ করে যাচ্ছে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। বলীঘর গ্রামের সমাজ সেবক অধুধ সরকার বলেন, যেহেতু আমরা অনেক পানির নিচে ছিলাম। এরা চলার জন্য ভাসমান করে গাড়ীর চলার ব্যবস্থা করে দিয়েছে। জাগো বলীঘর সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ফয়সাল বলেন, জাগো বলীঘর একটি সামাজিক সংগঠন। এসংগঠনের কাজ হলো বলীঘর রাজাবাড়ি রাস্তা, কালভার্ট, ব্রিজ, স্কুল, মাদ্রাসা শিক্ষার মান উন্নত ব্যবস্থা করা। যে সকল ছাত্ররা মেধা ভাল। তাদের পড়ালেখা খরচ দিয়ে থাকি। করোনা ভাইরাসে হতদরিদ্রদের তিনবার শত শত নারী-পুরুষকে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতারণ করেছি। বলীঘর-রাজাবাড়ী গ্রামের যেসব ভাইবোনেরা বিদেশে অবস্থান করছেন। তারা জাগো বলীঘর সংগঠনকে অর্থদিয়ে সহায়তা করেছে। প্রবাসী ভাইবোনরা চায় তাদের নিজ গ্রামকে শহরের পরিনত করতে।