দৈনিক ইনকিলাব মুরাদনগর উপজেলা সংবাদদাতা মোহাম্মদ মনিরুজ্জমানের পিতা অহিদুল ইসলাম এন্তেকাল
লামিয়া আক্তারঃ দৈনিক ইনকিলাব কুমিল্লা’র মুরাদনগর উপজেলা সংবাদদাতা ও মুরাদনগর নোমান আহম্মেদ ডিগ্রী কলেজ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জমানের পিতাঃ অহিদুল ইসলাম মাষ্টারের(৯০) বার্ধ্যক্যজনিত কারণে এন্তেকাল করেছেন।( ইন্তিকাল, ইন্নালিল্লাহি –রাজিউন) বুধবার রাত সাড়ে ৮টায় মুরাদনগর সদর নিজ বাসায় এন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম অহিদুল ইসলাম মুরাদনগর উপজেলা রামপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ছিলেন।মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আক্তার হোসেন জানান, রামপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক অহিদুল ইসলাম একজন দেশপ্রেমিক, নির্লোভ, নিরহংকার মানুষ আজকের সমাজে খুব বেশি দেখা যায় না । মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সদস্য আহসান হাবিব শামীম জানান, র্দীঘদিন শিক্ষক পেশায় দায়িত্ব পালন করেছেন তিনি। অত্যন্ত স্বজন, অমায়িক ও ক্লিন ইমেজের শিক্ষক হিসেবে পরিচিতি ছিল তাঁর। তাঁর মৃত্যুতে আমি আমার একজন অভিভাবককে হারালাম । অহিদুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি। সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ)জানান, অহিদুল ইসলাম মাষ্টারের অবর্তমানে তাঁর পরিবারের ক্ষতি হলো। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাঁকে শাহাদাতের মর্যাদায় অভিষিক্ত করুন। পরিবার পরিজনকে শোক সামলে নেবার তাওফিক দিন। বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ তাঁর শুভানুধ্যায়ী, বন্ধু, কবি, লেখক, সাংবাদিক,শিল্পী বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক ও রাজনীতিবিদ প্রমুখ । বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর বড় কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে।