কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচী
মো. হাবিবুর রহমানঃ কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের উদ্যোগে চার থানার মোহনা কালাডুমুর রাস্তার পাশে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। শনিবার দুপুরে কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত কর্মসূচী উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা হিজবুল বাহার রানা ও কেন্দ্রিয় নেতা নাজির আহাম্মদ। কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি প্রদ্যুৎ কুমার সাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্তের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা সভাপতি সেলিম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা সভাপতি হাজী মোহাম্মদ শাহআলম, তিতাস উপজেলা সভাপতি মজনু সরকার, হোমনা উপজেলা সভাপতি মুকবল হোসেন, দেবিদ্বার উপজেলা সদস্য সচিব সেলিম ভুইয়াসহ কেন্দ্রিয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।