নবীনগরে আজ উপজেলা চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহ ৭ জন করোনায় আক্রান্ত

Spread the love

নবীনগর প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবীনগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান সহ নতুন করে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার বিকেলে এই ফলাফল পাওয়া গেছে। এই নিয়ে নবীনগরে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪ জনে দাঁড়ালো। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন। আর মারা গেছেন চারজন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারখান্দা জেবিন। উপজেলা চেয়ারম্যানের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে ডাঃ ফারখান্দা জেবিন জানান, আমরা চেয়ারম্যান ও তার ছেলেকে বাসায় পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা রুমে হোম আইসোলেসনে থাকার পরামর্শ দিয়েছি। পাশাপাশি পরিবার পরিকল্পনা কর্মকরর্তা ডাঃ হাবিবুর রহমান হোম আইসোলেশনে থাকবেন বলে জানান । তিনি আরোও জানান তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা ব্যাবস্থা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুরু থেকেই দিনরাত উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনমূলক ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও ডাঃ হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *